Posts

Showing posts from June, 2022

২০২১-২২ সালের নবীন শিক্ষার্থীদের বরন করলো পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগ।

Image
ফাইল ছবিঃ ১৮ই জুন ২০২২ জমকালো আয়োজনে নবীন শিক্ষার্থীদের  বরন অনুষ্ঠান করেছে পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগ। কলেজ ছাত্রলীগ সভাপতি গিয়াসউদ্দিন সাব্বিরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবদুল হান্নানের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়ার সাংসদ , জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সভাপতি  এস এম বোরহান উদ্দিন , বিশেষ বক্তা হিসেবে জেলা ছাত্রলীগ সেক্রেটারি আবু তাহের সহ পটিয়া সরকারী কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ ।

৪০ হাজার টাকা ভাড়াতেও নৌকা পেলেন না অন্তঃসত্ত্বা

Image
  ফাইল ছবি - ১৮ই জুন ২০২২ শনিবার (১৮ জুন) দিনভর টানা ভারি বৃষ্টি এবং আগামী তিন দিনে অতিভারি বৃষ্টির পূর্বাভাসে জেলা দুটির বন্যা পরিস্থিতির আরও অবনতি এবং ভয়ংকর হয়ে ওঠার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।   এমন পরিস্থিতিতে আটকেপড়া অবস্থা থেকে উদ্ধার ও নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ হচ্ছে নৌকা। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক নৌকার অভাব এবং আকাশচুম্বী ভাড়ার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে, নৌকার মালিক ও মাঝিরা নৌকার ভাড়া শতগুণ বাড়িয়ে দিয়েছেন! মারুফ আহমেদ নামে এক ব্যক্তি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে নিরাপদে সরিয়ে নেয়ার জন্য গ্রাম থেকে শহরে যেতে চান। কিন্তু ৪০ হাজার টাকা দিয়েও তিনি নৌকা ভাড়া করতে পারেননি। এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অতিরিক্ত ভাড়া দিয়েও নৌকা পাওয়া যাচ্ছে না সেটা ঠিক। কিন্তু এত বেশি ভাড়ার বিষয়টি জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, উদ্ধার কাজে নৌকার সংকট নিরসনে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের ইউএনওদের নৌকা কিনতে বলা হয়েছে। এ জন্য তাদের বাজেটও বরাদ্দ দেয়া হয়েছ...

𝐏 𝐓𝐯 𝐏𝐚𝐭𝐢𝐲𝐚 𝐏𝐫𝐨 একটি তথ্য ও সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম

Image
একটি তথ্য ও সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম যেখান থেকে পটিয়াবাসী- পটিয়া ও চট্টগ্রামসহ অন্যান্য অঞ্চলের আলোচিত বিষয় সমূহ সম্পর্কে জানতে ও তথ্য জানার অধিকার আদায়ে সচেষ্ট থাকবে পিটিভি পটিয়া প্রো। তাই আপনারা থাকুন আমাদের সাথে , আমাদের পথচলায় । আপনাদের সহযোগিতায় আমরা আমাদের পটিয়ার সুনাম ও খ্যাতি ছড়িয়ে দিতে পারি অনেক দূর।